বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬

কোডফোর্সেসে ফ্রেন্ডশীপ !!!

কোডফোর্সেস ( CodeForces.com ) এ আপনি আরেকজন কন্টেস্ট্যান্ট কে ফ্রেন্ড বানাতে পারবেন। তবে এই ফ্রেন্ড আবার ফেসবুকের ফ্রেন্ডের মতো না, অর্থাৎ আপনি কাউকে ফ্রেন্ড বানালে তার ফ্রেন্ডলিস্টেও যে আপনি ঢুকে যাবেন তেমন টা না। ফ্রেন্ড বানালে কি সুবিধা ? আপনি Standings এ গিয়ে আপনার ফ্রেন্ডদের মধ্যে আপনার অবস্থা কেমন তা জানতে পারবেন। তাদের রেটিং কেমন চেঞ্জ হলো জানতে পারবেন। আর সবার কোড তো দেখাই যায়। * ফ্রেন্ড বানানোর প্রসেসঃ ১। প্রথমে তার প্রোফাইলে যান। ২। তার নামের নিচে বা ডান পাশে দেখেন একটা Star ( তারকা ) আইকন আছে। যদি অলরেডি সে আপনার ফ্রেন্ডলিস্টে থাকে তবে এই Star এর কালার হবে হলুদ। আর না থাকলে ধুসর থাকবে। ৩। যদি ধুসর কালারের হয়ে থাকে, মানে অলরেডি যদি আপনার ফ্রেন্ডলিস্টে না থাকে তবে সেই Star আইকনের উপরে ক্লিক করেন। কালার টা হলুদ হয়ে গেলে বুঝবেন ফেন্ডলিস্টে ঢুকে গেছে সে :P :D Yeah ;) এখন আপনি কোনো কোডফোর্সেস কনটেস্টের Standings এর ভিতরে ঢুকে উপরে বিভিন্ন বাটন দেখতে পারবেন যেমন Friends Standings, Friends rating changes etc. আশা করি বুঝতেই পারছেন এগুলোতে ক্লিক করলে কি হবে। বিশ্বসেরা কনটেস্ট প্রোগ্রামারের কোডফোর্সেস প্রোফাইলঃ tourist আমারঃ ahsanromeo আমার এই লেখাটি প্রকাশিত হয়েছিলো এখানে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন